১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

আইপিএল শুরুর আগেই দুশ্চিন্তায় কেকেআর

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি প্রকাশিত হয়েছে। ৭ এপ্রিল থেকে বল গড়াবে এবারের আইপিএল। আর এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। কেকেআর এর নেতা হওয়ার দৌড়ে এগিয়ে অজি তারকা ক্রিস লিন। তিনি নিজেও কেকেআর-কে নেতৃত্ব দিতে প্রস্তুত। জাক ক্যালিসও লিনের কথাই বলেছেন।

তবে এমন সময় চোটের কবলে পড়লেন লিন। নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পান লিন। কিউয়িদের ইনিংস চলাকালীন পড়ে গিয়ে কাঁধের হাড় সরে যায় তার। ডান কাঁধ চেপে মাঠ ছাড়েন লিন। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে লিনের কাঁধের হাড় সরে গেছে।

এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এখনও বেশ কয়েকদিন বাকি। তার আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন লিন। কিন্তু অজি-তারকা অতীতে আগেও একাধিকবার চোট পেয়েছেন। এক সময়ে লিন ও চোট সমার্থক হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে তাই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন কি না, সেটাই এ দেখার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৪:৫৬ অপরাহ্ণ