১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য বিয়ার ট্রিটমেন্ট

লাইফ স্টাইল ডেস্ক:

চুলের ধরন যেমনই হোক না কেন, আমরা সবসময়ই স্বাস্থ্যোজ্জ্বল চুল আশা করি। দৈনন্দিন জীবনে ধুলাবালি এবং গরম আবহাওয়া চুলের ক্ষতি করে। নিস্তেজ এবং নিষ্প্রাণ চুল দেখতে বাজে লাগে। তাছাড়া চুলের যত্নে কত কিছুই তো ব্যবহার করেছেন। এবার একটু বিয়ার ব্যবহার করেই দেখুন।

শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে বিয়ার আশ্চর্যজনকভাবে আপনার চুলের পরিবর্তন আনতে পারে। বিয়ারে থাকা চিনি ও প্রোটিনের সঠিক মিশ্রণ চুলকে মসৃণ রাখার পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে। তবে অবশ্যই অ্যালকোহলবিহীন বিয়ার হতে হবে। আসুন তাহলে জেনে নিই কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন বিয়ার।

যেভাবে ব্যবহার করবেন: চুলে ব্যবহারের জন্য আপনাকে ফ্ল্যাট (অ্যালকোহলবিহীন) বিয়ার নিতে হবে। অর্ধেক বোতল বিয়ার (চুল ভেজাতে যতটুকু প্রয়োজন) গ্যাস বের করার জন্য সারারাত একটি গ্লাসে বা বোতলের ক্যাপ খুলে রেখে দিন। মাথায় বিয়ার ঢালার সময় নিচে একটি বোল রাখুন। যেন অতিরিক্ত বিয়ার নিচে রাখা বোলে জমা হয়।

তারপর চুলে অল্প অল্প করে বিয়ার ঢালুন। মাথার সব জায়গায় লাগানোর পর আঙুল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। মাথার ত্বক ম্যাসাজ করার সময় নিচের বোল থেকে বিয়ার তুলে নিয়ে মাথার ত্বকে ঘষুন। এটা বার বার করুন। এভাবে ৫ মিনিট ম্যাসাজ করার পর ভালো করে চুল ধুয়ে ফেলুন। যেন চুলে বিয়ারের গন্ধ না থাকে। চুল শুকানোর পর দেখবেন আপনার চুল রেশমী ও ঝলমলে হয়েছে। সতর্কতা: বিয়ার ব্যবহারের দিন চুলে শ্যাম্পু করবেন না। চুল ধোয়ার সময়েও মাথার ত্বক ঘষে ঘষে ভালোভাবে ধুবেন। নয়তো বিয়ারের গন্ধ থেকে যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ