২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩০

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং ২২ জন আহত হয়েছে। বুধবার দেশটির শান রাজ্যের ল্যাশিও শহরে এ ঘটনা ঘটে। তবে কে হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

পুলিশ বলছে, ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এখন কেউ হামলার দায় স্বীকার করেনি। তাছাড়া পুলিশও কাউকে শনাক্ত করতে পারেনি। প্রসঙ্গত, মিয়ানমারের শান রাজ্যটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। যেখানে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ স্বায়ত্তশাসনের দাবিতে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। দেশটির পুলিশের মুখপাত্র কর্নেল থিয়েট নাইং রাজধানী নেইপিদোতে বলেছেন, ‘স্থানীয় পুলিশের কাছ থেকে মঙ্গলবার সন্ধ্যায় আমরা বিস্ফোরণের খবরটি শুনেছি মাত্র।’

সরকারের মুখপাত্র জো হতয় টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, নিহতরা দুইজনই। তারা ব্যাংক কর্মকর্তা। সেনাবাহিনী বলেছে, এ ঘটনায় ২২ জন লোক আহত হয়েছে। পুলিশের আরেক মুখপাত্র কর্নেল মিয়ো থু সোয়ে রয়টার্সকে বলেন, এ পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করছি। স্থানীয় বাসিন্দা ২৭ বছর বয়সী এলওয়ে দেহিন বলেছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ওই শহরে ১ লাখ ৭০ হাজার লোক বাস করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১:২৫ অপরাহ্ণ