১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদির প্রতি রুহানির আহবান

আন্তর্জাতিক ডেস্ক:

তেহরানের বিরুদ্ধে অভিযোগ না করে বরং ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সৌদির উচিৎ ইয়মেনে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেয়া।

নেদারল্যান্ডের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সগিরদি কাগরের সঙ্গে এক বৈঠকে বুধবার তিনি একথা বলেন। এসময় ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সগিরদি বুধবার ইরানরে রাজধানী তহেরান এসে পৌঁছান।

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভযিোগ নাকচ করে প্রসেডিন্টে রুহানি বলনে, এ অভিযোগ সর্ম্পূণভাবে ভুল এবং ভত্তিহিীন। এ ধরনরে অভিযোগ চলমান সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না। অভিযোগ করা বাদ দিয়ে সৌদির উচিৎ দ্রুত যুদ্ধ বন্ধ করে যুদ্ধবরিতি র্কাযকর এবং ত্রাণ সরবরাহ করা।

বৈঠকে সগিরদি কাগ বলনে, ইউরোপীয় ইউনয়িন পরমাণু সমঝোতার প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকব। পাশাপাশি ইরানের সঙ্গে দ্বপিক্ষীয় সর্ম্পক উন্নয়নরে ক্ষেত্রে ভূমিকা পালন করবে এ সমঝোতা। তিনি বলেন, আস্থা গড়ে তোলার লক্ষ্যে অভিন্ন জায়গাগুলোতে ইরান ও ইউরোপীয় ইউনয়িনরে মধ্যে আলোচনা অব্যাহত থাকা জরুর।

ইরানের ক্ষেপণাস্ত্র র্কমসূচি সর্ম্পকে তিনি বলেন, তারা দেশ তেহরানের সামরিক ও প্রতিরক্ষা অধিকারকে স্বীকার করে এবং এ ধরনরে র্কমসূচিকে বৈধ বলে মনে করে।

‘হিজবুল্লাকে সমর্থন দিতে রিয়াদের অনুমতি নেবে না তেহরান’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইরত যেকানো সংগঠনকে সর্মথন দিয়ে যাবে ইরান। বুধবার মার্কিন টেলিভিশন চ্যানলে পবিএিস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

লেবাননের প্রতি ইরানের সর্মথনে সৌদি আরব কেন ক্ষুব্ধ হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে জারফ বলেন, হিজবুল্লাকে সমর্থন দেয়ার জন্য সৌদি আরবের অনুমতি নেবে না তেহরান। জঙ্গি গোষ্ঠী আইএস ও আন-নুসরার বিরুদ্ধে যে সংগঠনই যুদ্ধ করবে তাকে সর্মথন জানাবে ইরান।

সাক্ষাৎকারে জারিফ অভিযোগ করে বলেন, বিশে^র আনাচে কানাচে ছড়িয়ে পড়া যেসব গোষ্ঠী ধর্মের নামে জঙ্গিবাদ, ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে তাদের প্রত্যেকেটির সঙ্গে সৌদি আরবের যোগসূত্র রয়েছে। সৌদি আরবের তেলের টাকায় উগ্র মতবাদ ও জঙ্গিবাদ ব বিশ^ব্যাপী ছড়িয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসময় তিনি আরো বলেন, ইরাক ও সরিয়ায় যুদ্ধ বন্ধে তেহরান ও রিয়াদের কাজ করা উচতি। সেই সঙ্গে বাহরাইনের গণ আন্দোলন দমন বন্ধ এবং ইয়মেনে বিদেশি আগ্রাসন বন্ধওে এই দুই দশেরে প্রচষ্টো চালানো উচতি।

ইয়মেনে যুদ্ধে ইরানের ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে জারিফ বলেন, ইয়েমেনে ইরানের কোনো র্স্বাথ নইে। ইয়মেনের পরস্থিতি এতটা গুরুতর আকার ধারণ করার আগইে সংকট সমাধানে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছিল তেহরান। কিন্তু সে আহ্বানে সৌদি সরকার সাড়া দেয়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১:২২ অপরাহ্ণ