আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার পেরুতে দুই আমেরিকা মহাদেশীয় মহাসড়কে একটি যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। বিবিসির সংবাদ।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ধারণা করা হচ্ছে ৮০ থেকে ২০০ মিটার ওপর থেকে বাসটি গভীর খাদে পড়ে যায়।
দেশটিতে গত মাসেও গভীর খাদে পড়ে আরেক বাস দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়।
বুধবারের ঘটনায় সালা শহর থেকে আরেকুইপা প্রদেশে যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। রে ল্যাটিনো কোম্পানির বাসটির যাত্রীদের তালিকায় ৪২ জনের নাম থাকলেও পুলিশ জানায়, মধ্যপথ থেকে আরও যাত্রী নেওয়ায় নিহত ও আহতের সংখ্যা উল্লেখিত তালিকা থেকেও বেশি।
তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।
এদিকে পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কি এক টুইটার বার্তায় নিহতদের প্রতি সমবেদনা জানান সেইসাথে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

