২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০২

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৭তম : টিআইবি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক ২০১৮ এ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০১৭ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশে স্কোর ২৮। তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। আগের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এ বছর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৩তম।

২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম, ২০১৫ সালে ছিল ১৩তম। ২০১৪ সালে ছিল ১৪তম, ২০১৩ সালে ছিল ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম স্থানে ছিল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টার টিআইবি অায়োজিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০১৭’ বৈশ্বিক প্রকাশনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ চিত্র তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতিতে সর্ব্বোচ্চ ভালো স্কোর ও অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অার সর্বনিম্ন স্কোর অর্থাৎ দুর্নীতিতে সবচেয়ে খাপার অবস্থানে রয়েছে সোমালিয়া।

এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন স্কোর অর্থাৎ দুর্নীতিতে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে অাফগানিস্থান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১১:৩৪ পূর্বাহ্ণ