আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে নবজাতকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি আর সবার নিচে রয়েছে জাপান। মৃত্যুহার কমেছে বাংলাদেশেও।
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফ্রিকাসহ বিশ্বের দরিদ্র্য দেশগুলোতে মৃত্যুর ঝুঁকি খুবই মারাত্মক রূপ নিয়েছে। ধনী দেশগুলোর চেয়ে এই ঝুঁকি ৫০ শতাংশ বেশি।
প্রতিদিন সাত হাজার শিশু মারা গেলেও গোটা বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে।
এদিক থেকে জাপানের পরই রয়েছে আইসল্যান্ড। এর পর যথাক্রমে রয়েছে- সিঙ্গাপুর, ফিনল্যান্ড, ইস্তোনিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস, বেলারুস, নরওয়ে ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হচ্ছে, জাপানে প্রতি এক হাজার ১১১ জনের মধ্যে একজন শিশুর মৃত্যু হয়। আইসল্যাণ্ডে প্রতি এক হাজারের মধ্যে ১, সিঙ্গাপুর প্রতি ৯০৯ জনের মধ্যের একজন শিশু মৃত্যু বরণ করে।
এসব দেশকে শিশু জন্মের জন্য নিরাপদ বলে হচ্ছে।
সারা বিশ্বে শিশু মৃত্যুহার কমলেও নিম্নআয়ের দেশগুলোতে এ হার বেড়েছে। ২০১৬ সালের জন্য করা জরিপের তথ্য জানিয়ে ইউনিসেফ বলছে, বিশ্বে ২৬ লাখ শিশু প্রতি বছর মারা যায়, যাদের বয়স এক মাসও পূর্ণ হয় না।
শিশু মৃত্যুহারে ওপরের দিকে রয়েছে পাকিস্তান। দেশটিতে প্রতি ২২ জনের মধ্যে একজন শিশু মারা যায়। এর পরই রয়েছে আফ্রিকা, যেখানে প্রতি ২৪ জনে একজন মারা যায়।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রতি ২৫ জনে ১, সোমালিয়া, লেস্তো, গিনিয়া, দক্ষিণ সুদানে প্রতি ২৬ জনে ১, আইভরি কোস্টে ২৭ জনে ১ এবং মালি ও চাদে ২৮ জনে একজন শিশু মারা যায়।
দৈনিক দেশজনতা/এন এইচ