২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২১

রেলখাতের উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে এডিবি

অর্থনৈতিক প্রতিবেদক:

বাংলাদেশের রেলের আধুনিকায়নে ৩৬ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ। বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই ঋণের অর্থে ৪০টি ব্রডগেজ লোকামোটিভ, ১২৫টি লাগেজ ভ্যান ও মালবাহী ট্রেনের জন্র এক হাজার ওয়াগন কেনা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সুবিধা, চালকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু এবং পুরো রেলখাতজুড়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরুর উদ্যোগও নেওয়া হবে।

এডিবির জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ সুনেয়ুকি সাকাই বলেন, ‘সড়ক ব্যবস্থার তুলনায় বাংলাদেশের রেলওয়ের মাধ্যমে অনেক সস্তায়, নিরাপদে এবং জ্বালানি সাশ্রয়ী উপায়ে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ রয়েছে, তবে জরাজীর্ণ ও অনির্ভরযোগ্য রেল ব্যবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন এবং কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমাতে পরিবেশবান্ধব ও আরও কার্যকরী প্রক্রিয়া চালুর মাধ্যমে এডিবির রেলওয়ে রোলিং স্টক অপারেশনস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাংলাদেশের রেলওয়ের পরিচালনগত দক্ষতা বাড়ানো সম্ভব হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার, যার মধ্যে ৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলারের যোগান দেবে বাংলাদেশ সরকার। প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ