কক্সবাজার প্রতিবেদক:
রোহিঙ্গাদের আবেদন করা ২৫০টি পাসপোর্ট ফরম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১০ রোহিঙ্গাকে। রোহিঙ্গারা যাতে কক্সবাজারসহ দেশের কোনো স্থান থেকে পাসপোর্ট করতে না পারে সেজন্য কঠোরতা অবলম্বন করছে পাসপোর্ট অধিদফতর।
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান মঙ্গলবার বিকালে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
দেশের সকল পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন- পাসপোর্টের ফরম পূরণ করে দেয়ার জন্য হেল্পডেস্ক এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে।
এ পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার রোহিঙ্গাদের বায়োমেট্টিক নিবন্ধন সম্পন্ন হয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরো বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য পরিবারভিত্তিক এবং গ্রামভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে।
তিনি কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন। তিনি পাসপোর্ট সেবাপ্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন।
দৈনিক দেশজনতা /এন আর