২৪শে জানুয়ারি, ২০২৫ ইং | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৫

প্রশ্ন ফাঁস রোধে ৩ মন্ত্রী ৬ সচিব রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

প্রশ্নপত্র ফাঁস রোধে তিন মন্ত্রী, ছয় সচিব রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে প্রশ্নপত্র রোধে মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বৈঠকে অংশ নেন। বৈঠকে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইসিটি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব উপস্থিত হন।

প্রশ্নপত্র ফাঁসের ছয়টি কারণ চিহ্নিত করা হয়। এর সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রস্তাব করা হয়। এর মধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র ছাপা, প্রশ্ন বিতরণ, প্রশ্নপত্র পৌছানোর ব্যাপারে বেশ কিছু সংস্কার আনার প্রস্তাব করা হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে এই বৈঠক আহ্বান করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৫:৪৩ অপরাহ্ণ