২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪৫

ব্যাটিংয়ে জায়গা ধরে রেখেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

সময় এখন ভারত ও বিরাট কোহলির। ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষ স্থান ফিরে পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। বোলিংয়ের শীর্ষে উঠে এলেন আরেক ভারতীয়, যশপ্রীত বুমরা। অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে  রেখেছেন সাকিব আল হাসান। সাকিবের পয়েন্ট ৪২০। দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজ ৫-১ এ হারিয়ে দলগত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আগেই উঠে এসেছিল ভারত। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে সাতেই রয়েছে বাংলাদেশ।

ওডিআই র‌্যাঙ্কিংয়ে ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে উঠে আসেন বিরাট কোহালি। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডে ভিলিয়ার্স। তিনে অস্ট্রেলিয়ার ডেভিড মিলার। চারে পাকিস্তানের বাবর আজম। পাঁচে ইংল্যান্ডের জো রুট। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়েও য়ান ডে বোলিংয়ের শীর্ষে  উঠে আসেন ভারতের যশপ্রীত বুমরা। দ্বিতীয় স্থানে একই পয়েন্ট নিয়ে আফগানিস্তানের রশিদ খান। তিনে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। চারে অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড ও পাঁচে পাকিস্তানের হাসান আলি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৫:৪৪ অপরাহ্ণ