১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

রশিদ নৈপূণ্যে আফগানদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক:

বল হাতে আফগান লেগ স্পিনার রশিদ খানের জুড়ি নেই। তবে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে দেখিয়ে দিলেন ব্যাটিংটাও একেবারে খারাপ করেন না। সোমবার রশিদ খানের অলরাউন্ডিং নৈপূন্যে জিম্বাবুয়েকে ১৪৬ রানের বিশাল ব্যাধানে হারায় আফগানিস্তান। এ নিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জিতে নেয় তারা। এদিন শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আকবর স্ট্যানিজকাই। ব্যাট হাতে নির্ধারিত ওভারে ৯ উইকেট ২৪১ রান সংগ্রহে আফগানিস্তান।

পরে আফগানদের বোলিং তোপে ৩২.১ ওভারে মাত্র ৯৫ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। পরে দ্বিতীয় উইকেট জুটিতে জাভেদ আহমাদি ও রহমত শাহ মিলে ১২৯ রান যোগ করেন। তবে দলীয় ১৪৮ রানের মধ্যে আহমাদি ও রহমত দুজনেই বিদায় নিলে ব্যাটিংয় বিপর্যয়ে পড়ে আফগানরা। আহমাদি দলীয় সর্বোচ্চ ৭৬ ও রহমত ৫৯ রান করে সাজঘরে ফেরেন। ৮৭ বলে ২ ছক্কা ও ৬ চারে এ ইনিংস খেলেন আহমাদি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৭ রান। সেখান থেকে ৫১ রানের জুটি গড়ে দলকে ২০০ রানের গন্ডি পার করেন রশিদ খান ও শারাফুদ্দিন আশরাফ। দলীয় ২২৮ রানে আশরাফ ব্যক্তিগত ২১ রান করে আউট হন। পরে ইানংসের শেষ বলে ব্যক্তিগত ৪৩ রান করে সাজঘরে ফেরেন রশিদ। ২৯ বলে ৩ ছক্কা ও ৩ চারে এ ঝড়ো ইনিংস খেলেন তিনি। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি এবং স্পিনার সিকান্দার রাজা। পড়ে ২৪২ রান তাড়া করতে নেমে দলীয় ২৬ রানেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে নিয়ম রক্ষার এই ম্যাচে আশা দেখাচ্ছিল ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিনের ৪৬ রানের জুটি। দলীয় ৭২ রানে টেইলর সাজঘরে ফেরার পরই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। পরে মাত্র ২৩ রান যোগ করে বাকি ৭ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন। এদিন জিম্বাবুয়ের শেষ ছয় ব্যাটসম্যানের ৫ জনই শূন্য রানে আউট হন। আফগানদের হয়ে ১৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার রশিদ খান। এছাড়া  দুটি করে উইকেট নেন অপর দুই স্পিনার আশরাফ ও মোহাম্মদ নবী। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শারাফুদ্দিন আশরাফ। আর সিরিজে মাত্র ৭.৯৩ গড়ে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন রশিদ খান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৪:৪৭ অপরাহ্ণ