১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষেই ফিরছেন ভিলিয়ার্স-ডি কক

স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুইটিতে টানা জয় পায় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ টেস্ট সিরিজের দুটি জিতে সিরিজ জয় করলেও তৃতীয়টি তে হারে স্বাগতিকরা। আর সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। পরবর্তীতে ওয়ানডেতে ইনজুরির জন্য দল থেকে ছিটকে যান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ও উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। আশা করা যায় যে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনই দলে ফিরবেন ভিলিয়ার্স-ডি কক।

আগামী মার্চ মাসের এক তারিখে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট। তবে ইনজুরি কাটিয়ে ভিলিয়ার্স এবং ডি কক ফিরলেও অধিনায়ক ফ্যাফ ডু-প্লেসির ফেরা নিয়ে রয়েছে এখনো শঙ্কা। তাছাড়া, এক বছরেরও বেশি সময় দলের বাহিরে থেকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামেন গতি তারকা স্টেইন। কিন্তু তিনিও বেশি সময় মাঠে টিকতে পারেননি। গোঁড়ালির ইনজুারির কারণে আবারও চোট পেয়ে মা্ঠ ছাড়েন ৩৬ বছর বয়সী এই তারকা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তারও দলে ফেরার সম্ভাবনা নেই।

ক্রিকেটারদের ইনজুরি নিয়ে টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেন, ‘আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। যার প্রভাব পড়ছে পুরো টিমের উপর। কিন্তু আশা করছি এবি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবে। তাছাড়া ফ্যাফ ডু প্লেসির ফেরা নিয়েও আমরা আশাবাদী। তৃতীয় টেস্টের আগে তিনিও দলে যোগ দিবেন।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ