১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

১০ লাখ ৭৩ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় চারটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। গতকাল সোমবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৭৩ হাজার ৪৭০ জনের নিবন্ধন করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, সোমবার কুতুপালং ক্যাম্পে ১৬৯ জন পুরুষ, ২০৫ জন নারী মিলে ৩৭৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১২০ জন পুরুষ, ১১৯ জন নারী মিলে ২৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১৪৯ জন পুরুষ, ১২৪ জন নারী মিলে ২৭৩ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ৮৮৬ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

এ ছাড়া সমাজসেবা অধিদফতর কর্তৃক সোমবার পর্যন্ত ৩৬ হাজার ৩৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ ৭৮ জন মেয়ে শিশু। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭৭১ জন।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ৪৯০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর আগে আগত মিয়ানমারের নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন ছিল। পাসপোর্ট অধিদফতর এ নিবন্ধনের কাজ বাস্তবায়ন করছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ