নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে পারি না। তাই এ নির্বাচনে আমাদের প্যানেল থেকে কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, কামরুল আহসানসহ বিএনপিপন্থি শিক্ষকরা।
আগামী ২৬ ফেব্রুয়ারি জাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

