১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

অ্যাপলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, জরিমানা ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:
মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট রাখার অভিযোগে রাজধানীর অ্যাপলো হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই হাসপাতালটিতে সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম, র‌্যাব-১ এর মেজর মনজুর মেহেদী ইসলাম ও এএসপি নজমুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় এ্যাপোলো হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট মজুদ করা আছে। অথচ এই ওষুধ ওই হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের পথ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ও ৫৩ এবং দি ড্রাগ এ্যাক্ট-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (বিকারক) দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করার অপরাধে এ্যাপোলো হাসপাতাল ও তাদের নিজস্ব ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ