১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

হেডলাইন বা ট্যাগ হতে চাই না: কোহলি

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর সমালোচনায় ঝড় উঠেছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি বিরুদ্ধে। তবে এর জবাবটা ওয়ানডে সিরিজে বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। ৫-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপর আবার শুরু হয় কোহলিবন্দনা। তবে কোহলি অবশ্য এসবে কান দিতে নারাজ।

এ ব্যাপারে ভারত অধিনায়ক বলেন,”আমি কোনো ট্যাগ চাই না। চাই না খবর কাগজের হেডলাইন হতেও। আমার কাজ, মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া। আমি শুধু সেই কাজটাই করে যেতে চাই। তারপর আমাকে নিয়ে কে কী লিখবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি ব্যাক্তিগতভাবে কোনোরকম ট্যাগ চাই না।” তিনি আরও বলেন,”আমি যদি কোনো ভুল করি, তাহলে তা সামনে এসে স্বীকার করব। কোনো অজুহাত দেব না। আমি প্রকাশ্যে নিজের প্রশংসা শুনতে চাওয়ার মতো মানুষ নই। আমার কাছে গুরুত্বপূর্ণ ড্রেসিংরুমে সম্মান পাওয়াটা, আর কিছু নয়।”

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ