১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

১৩৯ বন্দীর বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক:

সাত বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ১৩৯ জন আসামির বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওই সময়ের মধ্যে এসব মামলার বিচার সম্পন্ন না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে সাব বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামিদের একটি তালিকা আদালতে উপস্থাপন করা হলে আদালত এ আদেশ দেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে এ তালিকা আদালতের কাছে উপস্থাপন করেন।

প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন বিচার নিষ্পত্তি না হওয়া এসব আসামির মধ্যে ঢাকা বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ জেলায় আটজনসহ মোট ১৩৯ জন আসামি সাত বছরের অধিক সময় ধরে কারাগারে আছেন।

আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, ১৩৯ জন আসামির মামলা আগামী ৩১ আগষ্টের মধ্যে নিষ্পত্তি করতে সংলিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এই আসামিদের বিচার শেষ করে এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে দাখিল করতে বলেছে আদালত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ