১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

গাজায় ইসয়ায়েলের বিমান ও ট্যাঙ্ক হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার বিমান ও ট্যাঙ্ক থেকে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। খান ইউনুস শহরের সীমান্তে ইসরায়েলি সেনাদের একটি টহল দলের কাছে বোমা বিস্ফোরণের পর শনিবার ইসরায়েল এ হামলা চালায়। গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্তত ছয়টি অবস্থানে কয়েক দফায় ইসরায়েল হামলা চালায়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, খান ইউনুস শহরে হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর তারা হামলা চালিয়েছে। সীমান্তে ইহুদিবাদী টহল দলের কাছে যে বোমার বিস্ফোরণ ঘটেছে তাতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, বোমা বিস্ফোরণে ইসরায়েলের চার সেনা আহত হয়েছে। তবে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণে এক ইহুদিবাদী সেনা নিহত এবং দুজন মারাত্মক আহত হয়েছে। সূত্র: পার্স টুডে

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৩:০৪ অপরাহ্ণ