১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

সন্তানদের বাসায় রেখে রেললাইনে শুয়ে পড়েন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটে আদিতমারী উপজেলার লালব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের সামনে আত্মঘাতী হলেন খাদিজা বেগম (৩৬) নামের এক বিধবা গৃহবধূ। তিনি উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী এলাকার মৃত লাভলু মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত এক বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে দুই মেয়ের লেখাপড়াসহ সংসারের খরচ মেটাতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন খাদিজা। রোববার সকালে তিনি মেয়ের স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু বিদ্যালয়ে না গিয়ে লালব্রিজ এলাকায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী একটি ট্রেনের সামনে লাইনে শুয়ে পড়লে ট্রেনের চাকায় তার দেহ দুই টুকরা হয়ে পড়ে।

ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৩:০০ অপরাহ্ণ