নিজস্ব প্রতিবেদক:
পুলিশি হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না। ৭০ বছর বয়স্ক হার্টের রোগী ফেনী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইদ্রিসকেও বিএনপির কর্মসূচি থেকে ধরে নিয়ে গেছে পুলিশ।’ রোববার এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ফেনী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার পর এমন অভিযোগ করেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, ‘বিএনপি নেতাকর্মীরা ঘর বাড়ি থেকে পালিয়ে থাকার পর এখন শুরু হয়েছে তাদের স্বজনদের ওপর নির্যাতন আর গ্রেফতার।’ রোববার সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান।
এছাড়া, জেলা কৃষকদল সভাপতি আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পার্থ পাল চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সেলিম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি জয়নব বানু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটো, পৌর শ্রমিক দলের সভাপতি শাহ আলম ফরায়েজী, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিয়া উদ্দিন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ