২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৮

তুরস্কে ছয় সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:  

২০১৬ সালের ব্যর্থ সেনাঅভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের ছয় সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড পাওয়া ছয় সাংবাদিক হলেনঃ নাজলি ইলচাক, আহমেত আলতান, মেহমেত আলতান, ফেভজি ইয়াজিকি, ইয়াকুপ সিমসেক ও সুকরু তুগরুল ওজসেনগুল।

জাতিসংঘ, ওএসসিই এবং কয়েকটি মানবাধিকার সংগঠন এই রায়ের তীব্র সমালোচনা করেছে। ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট (আইপিআই) এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে বলে জানায় দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রে বসবাস করা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ওই ছয় সাংবাদিক দোষীসাব্যস্ত হয়েছেন বলে জানায় বিবিসি। যদিও দণ্ডাদেশ পাওয়া সবাই গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।

তুরস্কের জনপ্রিয় সাংবাদিক এবং লেখক আলতান ভাইদের বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ জুলাই অভ্যুত্থানের আগের দিন সন্ধ্যায় টেলিভিশনে একটি ‘টকশো’ তে সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে ‘কোড ম্যাসেজ’ দেওয়ার অভিযোগ করা হয়।

ব্যর্থ অভ্যুত্থানের পরপরই তাদের আটক করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৭:৫৭ অপরাহ্ণ