নিজস্ব প্রতিবেদক:
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, ‘কারাবন্দি দেশনেত্রীর মুক্তির দাবিতে আজ আমাদের গণস্বাক্ষর কর্মসূচি ছিল। এটা অব্যাহত থাকবে। আগামীকাল ঢাকায় বেলা ১২ টায় এবং সারাদেশে সকাল ৯ থেকে বিকাল ৫ টার মধ্যে মিছিল সহকারে জেলা প্রশাসকদের কাছে স্মারলিপি দেয়া হবে।’
রিজভী জানান,আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে অনুমতি চাওয়া হয়েছে।
৩০ জানুয়ারি থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বর্ণনা দিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘পুলিশের গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে।এখন পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৭২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, ফরহাদ হালীম ডোনার, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন,সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠ শিল্পী বেবি নাজনিন প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর