১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে প্রবেশের কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন কোটাবিরোধী চাকরিপ্রার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে তারা টিএসসিতে যান। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় কোটাবিরোধীরা সড়ক অবরোধ করে রাখলে শাহবাগ, টিএসসি ও হাইকোর্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। মেধায় ৯০ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রাখার দাবি জানান তারা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইমরান হোসেন বলেন, মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, সেজন্য কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা কোটার বিপক্ষে না। কোটা কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়ে তারা বলেন, ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত মেধাবীরা যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছেন না।
বিক্ষোভ সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী জিয়াউল হক রিন্টু। কোটা বিলোপের দাবিতে আগামী বৃহস্পতিবার শাহবাগসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৩:১৪ অপরাহ্ণ