১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

কম দামের আইফোন আসছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

এবছর বাজারে আসছে নতুন তিন আইফোন। ফোন তিনটি আলাদা আলাদা স্বাতন্ত্র বহন করবে। এর মধ্যে একটি ফোন হবে বড় ডিসপ্লের এতে থাকবে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। এই ফোন তিনটির দাম হবে আগের আইফোনগুলোর চেয়ে কম। কেজিআই সিকিউরিটিস জানিয়েছে, অ্যাপলের নতুন ফোন হবে ‘অ্যাফ্রোডেবল প্রাইজে’র।

কেজিআই আরও জানিয়েছে, অ্যাপল চাইছে ১ কোটি আইফোন বিক্রি করতে। বিশেষ করে অ্যাপলের টার্গেট ৬ ইঞ্চির আইফোন।  এই ফোনটি ফুল স্ক্রিন ডিসপ্লের। ফোনটির ডিজাইন হবে অনেকটা আইফোন এক্স-এর মতই। নাইট টু ম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোন হবে এইট ও এইট প্লাসের চেয়ে খানিকটা কম দামে। ৬ ইঞ্চি ডিসপ্লের নতুন আইফোনের দাম হবে ৬৯৯ ডলারের চেয়েও কম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ২:৪১ অপরাহ্ণ