১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কর্মী দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়েছেন। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের রাঙাপানি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে।

ইউপিডিএফ’র(প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে  ইউপিডিএফ গণতান্ত্রিক (তপন-জলেয়া) সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আমাদের কর্মী দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়। নিহত বিনয় জেলার পানছড়ি উপজেলার মনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে।

অপরদিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সচিব জলেয়া চাকমা তরু জানান, এখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। তবে এ ঘটনার ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসীত বিকাশ খীসার নেতৃত্ব প্রত্যাখ্যান করে তপন কান্তি চাকমাকে আহ্বায়ক ও জলেয়া চাকমা তরুকে সদস্য সচিব করে ১১ সদস্যের নতুন দল ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ২ জানুয়ারি প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কেন্দ্রীয় মিঠুন চাকমা নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্যও ইউপিডিএফ(প্রসীত) গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ