বিনোদন ডেস্ক:
নায়করাজ রাজ্জাককে সম্মান জানালো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিএফডিসিতে সমিতির কার্যালয়ে প্রয়াত এ অভিনেতার দুই ছেলে নায়ক বাপ্পারাজ ও সম্রাটের হাতে মরণোত্তর এ সম্মাননা ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, অঞ্জনা, ফেরদৌস, পপি, পূর্ণিমা, সুব্রত, আলীরাজসহ অনেকে।
নায়করাজ ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি হিসেবে কাজ করেছেন। এছাড়া চলচ্চিত্রে তার বিশেষ অবদানের জন্যও এ সম্মাননা দিলো সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কিংবদন্তি অভিনেতা ও শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের নায়করাজ। গতকাল বিকালে তার সুযোগ্য দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাট এ সম্মাননা গ্রহণ করেছেন।’
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতি গত ২৯ জানুয়ারি গাজীপুরে বার্ষিক বনভোজনের আয়োজন করেছিল। সেখানেও তারা বেশ কয়েকজন গুণী শিল্পীদের সম্মান জানিয়েছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর