২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৩

এক ক্যাচেই ৪০ লাখ!

স্পোর্টস ডেস্ক: 

একটি মাত্র ক্যাচ। আর তার বদলে ৪০ লাখ টাকা। শুক্রবার ইডেন পার্ক স্টেডিয়ামে ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সে ম্যাচেই গ্যালারিতে দাঁড়িয়ে একটি ছক্কার বল লুফে নিয়ে এই ‘টুই ক্যাচ এ মিলিয়ন’ থেকে এই পরিমাণ অর্থ জিতেছেন এক দর্শক।

ভাগ্যবান এই দর্শকের নাম মিচ গ্রিমস্টোন। একটি বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিপনন কৌশলের অংশ হিসেবে নিউজিল্যান্ডের মাঠগুলোর গ্যালারির নির্দিষ্ট অংশে ছয় হয়ে আসা বলগুলো তালুবন্দি করতে পারলে এই অর্থ পুরস্কার পান দর্শকেরা। গ্রিমস্টোন দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতেছেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করেছিল নিউজিল্যান্ড। অজি পেসার অ্যান্ড্রু টাইয়ের করা ২০তম ওভারের পঞ্চম বলটিতে কিউই ব্যাটসম্যান রস টেলর লেগ সাইডে ছয় মেরে বসেন। দর্শকসারিতে বসা গ্রিমস্টোন বাঁহাতে দুর্দান্তভাবে ক্যাচটি ধরে ফেলেন। সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন অকল্যান্ডের এই শিক্ষার্থী। কারণ, ৪০ লাখ টাকার সমপরিমাণ ৫০ হাজার ডলার জিতেছেন যে তিনি!

তবে গ্রিমস্টোনের আফসোস কিছুটা নিশ্চয় রয়ে গেছে ম্যাচশেষে। কারণ, ২৪৪ রানের লক্ষ্য দিয়েও ৭ বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে তার দল নিউজিল্যান্ড। এর আগে এত বড় লক্ষ্য দিয়ে কখনই হারেনি কোন দল!

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ৬:০৯ অপরাহ্ণ