১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

বান্দরবানে বিপুল অস্ত্র-গুলিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় চার পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

অভিযানে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগানসহ ২৫টি অস্ত্র ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতরা হলো, তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), চাইমুং মারমা (৩৬) ও মিফং মারমা (৪৫)।

র্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালাক আমিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ