নিজস্ব প্রতিবেদক:
শাহবাগ থানার মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার রমনা থানায় নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানের অভিযোগের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আবারও পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বেলা তিনটায় তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিমুল বিশ্বাসের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার রিমান্ডের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন যে মামলায় রিমান্ড চাওয়া হচ্ছে সেই ঘটনায় শিমুল বিশ্বাস জড়িত নন।
শিমুল বিশ্বাসকে এর আগে পাঁচদিনের রিমান্ডে নির্যাতন করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
উল্লেখ্য যে, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বশেষ মতিঝিল থানার একটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়
দৈনিক দেশজনতা /এন আর