গাইবান্ধা প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করে দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। জানা গেছে, উপজেলার চরাঞ্চলে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে বদলী শিক্ষক দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম না থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ভেস্তে যেতে বসায় খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দু-দফা তদন্ত করে এর সত্যতা খুঁজে পাওয়ায় ৫টি বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করে দিয়েছেন। বিদ্যালয় গুলো হলো বোচাগাড়ি, চরভাটি বুড়াইল, ভাটি বুড়াইল, লাঠশালা ও কুড়িয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে কাপাসিয়ার বোচাগাড়ি ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক জামাল উদ্দিন ফকির, মুক্তিযোদ্ধা ফজলার রহমান, ইউপি সদস্য তারা মিয়া, জিয়ারুল, দছিমুদ্দিন, বদিয়াসহ অনেকে জানান, বিদ্যালয়টিতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকায় শিক্ষার্থীর সংখ্যা দিনে দিনে শূণ্যের কোটায় নেমে যাচ্ছে। এতে করে ওই এলাকার শত শত কোমল মতি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি জানান, চরাঞ্চলের শিক্ষারমান গুনগত না হওয়ায় এবং দীর্ঘদিন থেকে শিক্ষকরা সরকারি বিধি লঙ্ঘন করে অনুপস্থিত থাকায় তদন্ত সাপেক্ষে তাদের বেতন ভাতা স্থগিত করা হয়েছে। তবে চরাঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মমুখি হওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে।
এছাড়া উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিদর্শনের জন্য সহকারী শিক্ষা অফিসারদের নিদের্শনাও দেয়া হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর