১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

লিবিয়ায় ট্রাক উল্টে ২৩ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ায় শরণার্থীবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২৩ জন নিহত এবং ১২৪ আহত হয়েছে। বুধবার দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বানি ওয়ালিদ শহরে এ ঘটনা ঘটে। হতাহতরা সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা বলেছে, শরণার্থীদের নিয়ে একটি ট্রাক লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যাচ্ছিল। এ সময় ট্রাকটি উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

লিবিয়া অবজার্ভার নামের একটি গণমাধ্যম বলেছে, ট্রাকটিতে প্রায় তিন শ যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে লিবিয়া অভিবাসী ও শরণার্থীদের অন্যতম একটি ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। লিবিয়া হয়েই তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ