১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি.জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে গাজীপুরের কোনাবাড়ী পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে গোড়াই এবং চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যানজট লক্ষ করা যায়। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যানজটের কারণে যাত্রী ও পরিবহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ মিনিটের রাস্তা যেতে লাগছে ২ ঘণ্টা।

সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকায় রেল ওভারব্রিজের উপর ভোর ৪টার দিকে একটি ট্রাক বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। সকালে ট্রাক সরিয়ে নিলে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। মহাসড়কে ৪ লেনের কাজ চলমান থাকায় এবং অতিরিক্ত গাড়ি চাপ থাকায় যানবাহন ধীর গতিতে চলছে।

টাঙ্গাইল থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের চালক সোলায়মান জানান, সুত্রাপুর বোর্ডঘর থেকে কালিয়াকৈর আসতে মাত্র ১০ মিনিটের ব্যাপার সেখানে সময় লেগেছে ২ ঘণ্টা। একদিকে যানজট অন্যদিকে ধুলাবালির কারণে যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এদিকে পণ্যবোঝাই ট্রাক চালক মোজাম্মেল হোসেন জানান, মির্জাপুর থেকে খাড়াজোড়া আসতে সর্বোচ্চ সময় লাগার কথা এক ঘণ্টা। সেখানে ৫ ঘণ্টার উপরে লেগেছে।

তিনি আরো জানান, ঢাকার দিকে যানবাহন চলছে । তবে, টাঙ্গাইলের দিকে যানবাহনগুলো অজ্ঞাত কারণে আটকে আছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ