১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

সাবেক পুলিশ সহকারী কমিশনারের বাসায় পুত্রবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার গোড়ানে সাবেক একজন পুলিশ কর্মকর্তার বাসা থেকে তার পুত্রবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যার পর পূর্ব গোড়ানের ৮ নম্বর সড়কের একটি ভবন থেকে রাজিয়া সুলতানা রিয়ার (২০) লাশ উদ্ধার করা হয় বলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার আমীর হোসেন পাটোয়ারীর ছেলে আবীর বিন আমীর মুনের সঙ্গে ছয়-সাত মাস আগে রিয়ার বিয়ে হয়।
আবীর ব্লাড ক্লান্সারে আক্রান্ত জানিয়ে তিনি বলেন, রিয়ার পরিবার পাশের বনশ্রী আবাসিক এলাকায় থাকেন। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছিল। বৌভাতের জন্য জিনিসপত্র কিনতে আমীর হোসেন ও তার স্ত্রীসহ অন্যরা বিকালে বাইরে বেরিয়েছিলেন।
“এ সময় আবীরও বাসার বাইরে ছিলেন। রিয়া বাসায় একা ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে গৃহকর্মী তাকে ডাকতে গেলে কক্ষের ভিতর থেকে কোনো সাড়া আসছিল না। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের মানুষ আসে। তখন চাবি দিয়ে লক খুলে কক্ষে ঢুকে দেখা যায়, রিয়া সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
পরিদর্শক জাহাঙ্গীর বলেন, জিজ্ঞাসাবাদে আবীরের বাবা-মা বলেছেন, বিয়ের আগে মেয়ের পরিবারকে ছেলের অসুস্থতার কথা জানিয়েছিলেন তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১০:১৩ পূর্বাহ্ণ