২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৩

বার্সেলোনায় খেলতে আগ্রহী ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক:

একসময় খেলেছেন রিয়াল মাদ্রিদে। এখন যদি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় নাম লেখাতে চান, তাহলে বেশ শোরগোলই উঠে যাবে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। তবে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্য সেসব হৈ-হট্টগোলের কথা মাথাতেই রাখতে চান না। বার্সেলোনা যদি তাঁকে ন্যু ক্যাম্পে যাওয়ার প্রস্তাব দেয়, তাহলে নাকি রাজিই হয়ে যাবেন ডি মারিয়া।

বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। একসময় রিয়ালের হয়ে মাঠে নেমেছেন বর্তমান এই পিএসজি তারকা। সে সম্পর্কে ডি মারিয়া বলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। সত্যি বলতে, বার্সার হয়ে খেলতে আমি কোনো সমস্যা দেখি না।’

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডি মারিয়া ছিলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের অন্যতম প্রধান তারকা। কিন্তু ক্লাব ছেড়ে যাওয়ার সময়টা খুব একটা সুখকর ছিল না ডি মারিয়ার জন্য। ২০১৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সময় তিনি বেশ বাধার মুখে পড়েছিলেন রিয়ালের অতি রক্ষণশীলতার কারণে। রিয়াল মাদ্রিদ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়ে সতর্ক করেছিল যে যদি বিশ্বকাপে ডি মারিয়া ইনজুরিতে পড়েন, তাহলে এর জন্য জাতীয় দল দায়ী থাকবে। এ ঘটনার পরপরই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মারিয়া। সে সময়ের স্মৃতি স্মরণ করে তিনি বলেছেন, ‘এই চিঠি দেখার পর আমি ঝামেলায় পড়ে যাই এবং তখনই দল ছেড়ে দিই।’

তবে তিনি মনে করেন না যে, ওই চিঠির কথা মনে করে রিয়ালের বিপক্ষে খেলার ব্যাপারে উৎসাহিত হতে হবে। বরং রিয়ালের বিপক্ষে খেলতে মাঠে নামলেই উৎসাহ পান তিনি। বারবার ইনজুরির কারণে মনোচিকিৎসকের পরামর্শ নিচ্ছেন মারিয়া, যা তাঁকে ইনজুরি থেকে উত্তরণে সাহায্য করছে। চাপের সময় এই চিকিৎসা তাঁকে নিশ্চিন্ত থাকতেও ভূমিকা রাখে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৪:৫৭ অপরাহ্ণ