১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। এ সংস্করণে ভারতের মোট পয়েন্ট ৭৪২৭। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মোট পয়েন্ট ৬৮৪০। এর ফলে প্রথমবারের মতো একই সাথে ওয়ানডে ও টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হিসেবে আবির্ভূত হল ভারত। টি-টুয়েন্টিতে অবশ্য তৃতীয় অবস্থানে আছে তারা। অন্যদিকে ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের মোট পয়েন্ট ৩৫১৮।

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত। এ জয়ের ফলে ১২২ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর অবস্থানে উঠে এসেছে ভারত। অন্যদিকে ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু করেছিল বিরাট কোহলির দুর্দান্ত ভারত। তবে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও এ সংস্করণের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখতে কোন অসুবিধা হয়নি ভারতের (১২১)। ভারতের চেয়ে ৬ পয়েন্ট কম দিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (১১৫)। এ সংস্করণে ৭১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের মোট পয়েন্ট ১৮৩৩।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১২:৩২ অপরাহ্ণ