২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১২

মোবাইল কলসেবা নিশ্চিত করতে অপারেটরদের প্রতি অহ্বান

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গুণগতমানের মোবাইল কলসেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি অহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে ফোর-জি তরঙ্গের নিলাম উপলক্ষে বিটিআরটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি কলড্রপসহ মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনার সমালোচনা করে বলেন, গ্রাহকের তুলনায় অপর্যাপ্ত নেটওয়ার্কের কারণে এ সংকট। ফোর-জি নেটওয়ার্ক চালুর মধ্যদিয়ে বিড়ম্বনা লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোস্তাফা জব্বার বলেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে মোবাইল সেবা সাধারণের নাগালে পৌঁছে দিয়েছেন। গত ৯ বছরে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব আহমেদ ওয়াজেদের দিকনির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি দুনিয়ায় এক অনন্য উচ্চতায় উপনীত হয়েছে। বাংলাদেশ প্রযুক্তির পশ্চাৎপদতা কাটিয়ে বিশ্বের যেকোনো দেশের সাথে সমানতালে চলার যোগ্যতা অর্জন করেছে।

সকল মানুষের কাছে ইন্টারনেটের গতি পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। মোবাইলে যথাযথ ডাটা সরবরাহ করতে তিনি অপারেটরদের পরামর্শ দেন।

নিলামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ছাড়াও নিলাম অংশ নেয়া অপারেটর দুটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১১:২৭ পূর্বাহ্ণ