আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় কমপক্ষে দুই রুশ সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে এসব হামলা চালানো হয়। সিরীয় বাহিনী সমর্থিত একটি বেসরকারি সেনা সংস্থা থেকে ওই যোদ্ধাদের আনা হয়েছিল। খবর বিবিসি।
রাশিয়ার তরফ থেকে ওই যোদ্ধাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যমের খবরেই প্রথম রুশ সেনাদের নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে তাদের বিমান হামলায় একশোর বেশি যোদ্ধা নিহত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র যোদ্ধারা দেইর আল জোর প্রদেশের খুরসাম শহরের কাছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) কয়েকটি লক্ষ্যে হামলা চালিয়েছে। তাদের ওই হামলার জবাব দিতেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।