২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৫

মার্কিন বিমান হামলায় ২ রুশ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় কমপক্ষে দুই রুশ সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে এসব হামলা চালানো হয়। সিরীয় বাহিনী সমর্থিত একটি বেসরকারি সেনা সংস্থা থেকে ওই যোদ্ধাদের আনা হয়েছিল। খবর বিবিসি।

রাশিয়ার তরফ থেকে ওই যোদ্ধাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যমের খবরেই প্রথম রুশ সেনাদের নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে তাদের বিমান হামলায় একশোর বেশি যোদ্ধা নিহত হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ