১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

সরকারই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সকল অশুভ শক্তিকে মদদ দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও বিরোধীপক্ষকে জেল জুলুম-নির্যাতনের মাধ্যমে দমন করার কৌশল ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। সরকার নিজেই অস্থিরতা ও ভয়াবহ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জেএসডির নবনির্বাচিত নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব, মহানগর দক্ষিণ জেএসডি সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, মো: মোস্তাক, আকবর হোসেন, বোরহান উদ্দিন রোমান, আবদুল্লাহ আল নোমান, আসমা আক্তার, সোনিয়া পারভিন বন্যাসহ ঢাকা মহানগর দক্ষিণ জেএসডি নেতৃবৃন্দ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৯:২২ অপরাহ্ণ