১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

ফেনীর ছাগলনাইয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিবেদক:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার নতুন সমিতির বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের ১০ জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী জোনাকী নামের যাত্রীবাহী একটি বাস মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার নতুন সমিতির বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ২৫ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা জানান, আহতদের ছয়জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৮:৫৪ অপরাহ্ণ