১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

টি-টোয়েন্টিতেও অধিনায়ক রিয়াদ

স্পোর্টস ডেস্ক: 

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে  বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও নেই সাকিব। আগামী বৃহস্পতিবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতেও মাহমুদউল্লাহ টাইগারদের অধিনায়ক।

সাকিবের জায়গায় আরেক নবাগত সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপুকে দলে নেওয়া হয়েছে।

গত শনিবার সাকিবকে নেতৃত্বে রেখে ১৫ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। দলে পাঁচ নবাগত আফিফ হোসেন, মেহেদী হাসান, জাকির হোসেন, আবু জায়েদ রাহী ও আরিফুল হকের অন্তর্ভুক্তি ছিল বড় চমক। এবার তাদের সঙ্গে যোগ দিলেন আরেক নতুন মুখ।

টেস্টের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হতে যাচ্ছে অধিনায়ক মাহমুদউল্লাহর। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে দারুণ পারফরম্যান্স ছিল তার। চট্টগ্রামে ২৮ ও ৮৩ রানের দুটো অপরাজিত ইনিংস খেলে দলকে বাঁচান তিনি।

২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর। বিপিএলে গত দুই আসরে খুলনা টাইটানসের অধিনায়ক ছিলেন তিনি। প্রথমবারে তার দল হয়েছিল তৃতীয়, এবারও প্লে অফ খেলেছিল টাইটানস। কিন্তু এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে যায় মাহমুদউল্লাহর দল।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন ও নাজমুল হোসেন অপু।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৭:৪৪ অপরাহ্ণ