১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

মেসি ইতিহাসের সেরা: ইভান রাকিটিচ

স্পোর্টস ডেস্ক:

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম খ্যাতিমান তারকা লিওনেল মেসি। তাকে বলা হয় ফুটবলের জাদুকর, আবার অনেকে তাকে বর্তমানের সেরা ফুটবলারও বলেন। তবে আর্জেন্টাইন এই অধিনায়ককে একধাপ বাড়িয়ে ‘ইতিহাসের সেরা’ বলে আখ্যা দিলেন তার বার্সেলোনার ক্লাব সতীর্থ ইভান রাকিটিচ। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রাকিটিচ মনে করেন, একটি মুহূর্তের মধ্যেই মেসি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।রাকিটিচ বলেন, ‘সে পথপ্রদর্শক। আমাদের খেলা তার ওপর প্রচুর নির্ভর করে। তাকে বোঝাতে কিছু বলতে হয় না, অঙ্গভঙ্গিই যথেষ্ঠ।’

তিনি আরও বলেন, ‘সে ইতিহাসের সেরা, এক সেকেন্টের মধ্যেই ম্যাচের দৃশ্য পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সে কিছুটা লাজুক, কেননা সে জানে সবাই তাকে দেখছে।’ ফুটবল জগতে নিজেকে প্রমাণ করেছেন মেসি। ৩০ বছর বয়সী এই তারকা তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার। যেখানে তিনি ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর যোগ করেছেন। জিতেছেন আটটি লা লিগা শিরোপ ও চারটি চ্যাম্পিয়নস লিগ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোল করেছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৫:০০ অপরাহ্ণ