শিল্প–সাহিত্য ডেস্ক:
বসন্ত এলো, মন এলোমেলো- কেন? হে যুবক এবং হে তরুন-
প্রকৃতি সেজেছে, পাখি গাইছে গান, কসুমে পূর্ন কানন আর নতুন আলোয় অরুণ-
কী খোঁজো বন্ধু এসবের মাঝে? বসন্তের কী মানে –
প্রেম? নারীর প্রেম? কেন এমন ভাবো কেবল – সব বসন্ত গানে?
যেমন বসন্ত চাই-চেতনায় সে বসন্ত এসেছে তোমার? মননে – মানসিকতা?
নাকি এসেছে শুধু কেবলই বসন্ত তথাকথিত কামনা-বাসনায়!
বন্ধু আমার, বসন্ত যৌবনের মানে বোঝায় – মানব কল্যাণে নব জাগরণ জাগায়!
বসন্ত, পর্ণমোচী বৃক্ষের মত ধৈর্য ধরে- সবুজ সতেজ হবার প্রত্যাশা বাড়ায়!
বসন্ত, প্রতিকুল পরিবেশ উতরে- মুক্ত মনের আনন্দে কুহু-কুহু, মুহু-মুহু গানে বিজয় উৎসব সাজায়!
নতুন অরুনের আলো – ছড়ায়ে মননে চেতনায়- পরিবর্তনের আহবান – সব কন্ঠে আজ বাজুক
আসুক, সমাজে বসন্ত, রাজনীতিতে বসন্ত, অর্থনীতিতে বসন্ত – আসুক, এমনই বসন্ত আসুক।
যেমন বসন্ত চাই (সাকিব জামাল)
দৈনিক দেশজনতা/এন এইচ