দৈনিক দেশজনতা ডেস্ক:
রবিবার সন্ধ্যায় লেবাননের বৈরুত, আইন-আল-রোমানী এস প্রবাসী স্টোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানসহ বাকিদের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন।
লেবানন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মোহাম্মদ রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন, লেবানন যুবদলের প্রতিষ্ঠাতা মানিক মোল্লা, প্রতিষ্ঠাতা আহবায়ক রুহুল আমীন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আইমান, লেবানন বিএনপির প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম সহ অনেকে।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন, লেবানন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিপু ও সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম। বক্তারা বলেন, মিথ্যা নথি দিয়ে সাজানো মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র। খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন জনগণ মেনে নেবেনা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লেবানন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল খালেক তাহের, সহ-সভাপতি আবু বক্কর, মোবারক হোসেন, লেবানন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, দপ্তর সম্পাদক আব্দুর রহিম মতিন, প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভুইয়া। লেবানন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মৃধা, নিউ রাউদা যুবদল শাখা কমিটির সভাপতি মোঃ আবুল বাসার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিকন, দিকওয়ানি যুবদল শাখা কমিটির সভাপতি সুমন ইসলাম জয়, সাবরা যুবদল শাখা কমিটির নতুন মুখ মোঃ রিপন, ছাবরা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দীন, কেন্দ্রীয় কমিটি নেতা শেখ শাহীন প্রমুখ।
এছাড়া লেবাননের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত যুবদলের অসংখ্য নেতাকর্মী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

