৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৬

ময়মনসিংহে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত , আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন পরিবর্তনের সময় প্রচন্ড ধাক্কায় তিনটি কোচ বিধ্বস্ত হয়। এতে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বিকট শব্দে অনেকেই ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাত ১০টায় ‘ঠ’ বগি ছাড়াই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়।
ট্রেনের ইনচার্জ সেলিম খান জানান, ট্রেনটি বিকাল ৩টার দিকে গৌরীপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের সময় চালকের অসতর্কবস্থায় প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের যাত্রীরাও আহত হন। ট্রেনের ঙ, জ ও ঠ নং-এর তিনটি বগি বিধ্বস্ত হয়। ঙ ও জ নং কোচের দরজা-জানালাসহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হলেও ‘ঠ’ নং বগি দ্রুত সময়ে মেরামত সম্ভব হয়নি। তাই এ বগির ৫৪ জন যাত্রী টিকিট থাকার পরেও তাদের বসার স্থান ছিল না।
টিকিট থাকার পরেও আসন না পাওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।
ট্রেনের পরিচালক মো. সিদ্দিকুর রহমান জানান, ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ৮টা ৫০মিনিট। ‘ঠ’ বগি না থাকায় নির্ধারিত সময়ে ছাড়া সম্ভব হয়নি। গৌরীপুর জংশনের বুকিং সহকারী জানান, ‘ঠ’ কোচ নেই। যাত্রীরা ইচ্ছা করলে টিকিট ফেরত দিতে পারেন। অথবা দাঁড়িয়েই যেতে হবে। ট্রেনটি ১০টা ৫ মিনিটে গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১০:৩১ পূর্বাহ্ণ