১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে ড. ইউনূসের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের খ্যাতনামা মানবাধিকারকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এক শোকবার্তায় ড. ইউনূস আসমা জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে দক্ষিণ এশিয়া একজন নিবেদিত নারী অধিকারবিষয়ক আইনজীবীকে হারাল। এ ক্ষতি অপূরণীয়।

উল্লেখ্য, রোববার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লাহোরের একটি হাসপাতালে মারা যান আসমা জাহাঙ্গীর। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ