নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমানকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ষোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন রমজান আলী ওরফে রমজান ও টিপু জীরা। এর মধ্যে রমজান পলাতক।
অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন—হাসানুর রহমান, মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। এর মধ্যে হাসানুর রহমান পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
এই মামলায় খালাসপ্রাপ্ত চার আসামি হলেন—আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিকী, সোহাগ হোসেন হাওলাদার ও ইয়াকুব আলী।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১ জানুয়ারি রাতে অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান মিরপুর-১ নম্বরে শাহ আলী বাগে জনতা হাউজিংয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াকুব আলীর ভাড়া বাসায় নির্বাচনে পরাজিত সভাপতি ও মহাসচিব পদপ্রার্থীর সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। সেখানেই খলিলুরকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী হাছিনা পারভীন মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৩ সালের ৩১ জুলাই ১০ জনেকে আসামি করে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দৈনিক দেশজনতা /এন আর