১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

আদালতে খালেদা জিয়ার ৩ হাজার পৃষ্ঠার কোর্টফলিও দাখিল

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিন হাজার পৃষ্ঠার কোর্টফলিও স্টাম আদালতে জমা দেয়া হয়েছে। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের অনুলিপি শাখায় এ কোর্টফলিও জমা দেওয়া হয়।

এ সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘আমরা মোট তিন হাজার পৃষ্ঠার কোর্টফলিও স্টাম দাখিল করেছি। ওই কোর্টফলিওতে রায়ের অনুলিপি প্রস্তত হবে।’

তিনি জানান, ওই কোর্টফলিওতে রায়ের অনুলিপি পিন্ট হওয়ার পর কিছু কোর্ট ফি প্রয়োজন হতে পারে। যা প্রয়োজন অনুপাতে তারা প্রদান করবেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে রায়ে খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

অপর চার আসামি হলেন- সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। তাদের মধ্যে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। এছাড়া, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ