স্পোর্টস ডেস্ক:
জোহানেসবার্গে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচ ৫ উইকেটে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জয়ের পাশাপাশি স্বাগতিকরা বাঁচিয়ে রেখেছে সিরিজটাও। অবশ্য একটা দুঃসংবাদও রয়েছে দক্ষিণ আফ্রিকা দলের জন্য। ম্যাচে ধীরগতির ওভারের কারণে ম্যাচ ফির ১০ ভাগ জরিমানা গুনতে হবে প্রোটিয়াদের। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রোটিয়া দলকে জরিমানা করেন। এইডেন মার্করামকে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই মুখোমুখি হতে হচ্ছে জরিমানার। প্রোটিয়া কাপ্তানকে গুনতে হচ্ছে ২০ শতাংশ জরিমানা।
ম্যাচ রেফারির পাশাপাশি মাঠে থাকা দুই আম্পায়ার আলিম দার ও বংগানি জেলি, তৃতীয় আম্পায়ার ইয়ান গোল্ড এবং চতুর্থ আম্পায়ার শেন জর্জেরও জরিমানার ব্যাপারে সম্মতি ছিল। ম্যাচ শেষে শাস্তি মেনে নেন মার্করাম। তাই শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির বিধিমালা ২.৫.১ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে ওভার করতে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রমাণ হলে খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে। আর দলের অধিনায়ককে দ্বিগুণ জরিমানা দিতে হবে।
আগামী এক বছরের মধ্যে ওয়ানডেতে মার্করামের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার এমন অভিযোগ প্রমাণিত হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সদ্যই অধিনায়কত্ব পাওয়া মার্করাম।
দৈনিকদেশজনতা/ আই সি