২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৬

২০ দলীয় জোটকে আরো সম্প্রসারণ করা হবে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

২০ দলীয় জোটকে আরো সম্প্রসারণ করা হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে জনতার ঐক্য প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, অবিলম্বে ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিএনপির সকল কর্মসূচিতে ২০ দলীয় জোট একাত্মতা প্রকাশ করে সক্রিয় অংশ নেয়ার ঘোষণাও দিয়েছে।

রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে শেষে জোটের সমন্বয়ক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিকাল সোয়া ৫ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। ফখরুল বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়ার রায় ও সাজার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন শীর্ষ নেতারা। তারা বিএনপির সকল কর্মসূচিতে সমর্থন এবং সক্রিয় অংশ নেবে বলে জানিয়েছেন।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে কথা বলেছেন বলেও জানান ফখরুল। তিনি ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া এতে কোন সন্দেহের অবকাশ নেই বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বিএনপি মহাসচিব। এসময় খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপক রেহানা প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুসলিম লীগের এইচএম কারুজ্জামান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ণ